আমার কষ্ট হয়

শাহ জামাল উদ্দিন

ভালোবাসার পুকুরে আমার পুরনো প্রেম
সোনালি রূপালি মাছের মত মাঝে মাঝে ভেসে ওঠে
সেইসব সবুজ মেয়ে
কখনো দেখি তাদের বিবর্ন ধূসর ঘাসের মত
চেয়ে থাকে আকাশের দিকে ।

অন্ধ পাখির মত সেই কবে থেকে তারা আছে চোখ বন্ধ করে
একবারও তাকিয়ে দেখেনি আমাকে গোপন শুড়িপথে ।

এখনো সেই নামগুলো ঝলমল করে ভিজে অন্ধকারে
তবু টানটান নিমগ্নতায় ঘৃনা ছড়ায়
তাদের উদ্ধত মুখে আমার ভেতর থেকে ।

এড়ানো যায়না এ দুঃখকে
প্রতিদিন কত বেদনা জন্ম নেয় আমার বুকে
প্রকৃতির ভরা উৎসবে
যখন আমি ফিরে যাই অতিতের গ্রামে ।